আমিও দহন বেলা হবো
শুষে নিয়ে সব জল কণা
লাল মাটি ধুলি ঝড় হয়ে
উড়ে যাবে দিক বিদিকে
গরুর পায়ের পিছে পিছে
ক্লান্ত সূর্য ফিরে গেলে
শ্যাম তুমি এসো তক্ষুনি
আমাদের চেনা গাছতলে
ডালে ডালে পাখিদের ডাকে
শূন্যতা সব ঢেকে গেলে
বাঁকা চাঁদ মিটি মিটি হেসে
ঢেলে দেবে সব জ্যোৎস্না
তখনি আয়ান ঘোষ যদি
বাতি হাতে এই পথে আসে
ডুব দিয়ো এই মরুভূমে
ঢেলে দিতে শ্রাবণের ধারা