গান হোক, আরো গান হোক..
আর সবার ক্ষেতেই ধান হোক,
হোক ধানসিঁড়ি সুরে কথা জুড়ে প্রাণ
জুড়িয়ে দেওয়ার গান হোক,
আরো গান হোক, হোক..
ফুটপাথ জোড়া সংসারে গান
গরম ভাতের ঘ্রাণ হোক, তবু
গান হোক আরো গান হোক,
এই মাটির ওপরে বৃষ্টির ফোঁটা
পড়ার ছন্দে তান হোক, শুধু গান হোক জেগে বন্যার বেগে..
স্বপ্নের অভিযান হোক, আর
তার ফাঁকে ফাঁকে তোমার আমার..
‘দড়ি ধরে মারো টান’ হোক,
সেই টানে টানে আর গানে গানে..
এই দুনিয়ার যতো উঁচুনিচু ক্ষত..
তোমার আমার দূরত্ব যতো
একনিমেষে সমান হোক,
গান আস্তে আস্তে ধারালো সুরের
কাস্তের আরো শান হোক,
গান হোক
সেই তালে পুরোনো দেয়ালে
নতুন তুলির টান হোক, যার
ছন্দে ছন্দে পরমানন্দে
হাতুড়ির কলতান হোক, আর
বেঁচে থাকবার ভালো রাখবার..
স্বপ্ন গুলোর প্রাণ হোক,
শুধু গান হোক আরো গান হোক,
গানে তোমার আমার স্নান হোক,
গান সবার নাড়ির টান হোক,
আরো অনেক অনেক গান হোক, যার
সুরে সুরে দূরে আকাশের..
ছায়াপথের তারার দীপ্ত আলোতে..
সূর্যের আলো ম্লান হোক,
আহা একবার তারি গান হোক..
যেন তারা গুলো সব গান হোক, যেন..
একবার, শুধু একবার তারা..
একবার কেন.. বারবার যেন
তারাগুলো সব গান হোক,
আরো গান তারা সব গান হোক ।।
গান হোক।।