॥১॥
আমার অলিন্দ থেকে গহন অটবীর
তিমিরতম প্রান্তেও, সেই একই আর্দ্রতা,
নিস্তব্ধতা, আর………নিরুত্তাপ উষ্ণতা।
আমার অনুভূতিতেও পলেস্তারা জমে ক্রমশ
আমার চিন্তাসূত্রে আর নেই কোনো তীক্ষ্নতা,
আছে শুধু বিষণ্ণতা,………মূর্তিমান বীভৎসতা।
আমি ক্রীতদাস হয়েছি আজ নিজস্ব সৃষ্টির
গ্রাস করে যায় নিয়ত প্রতিবন্ধকতা,
হারিয়ে ফেলি প্রতি পলে……..অস্ফূট স্বতন্ত্রতা।
মুমূর্ষুপ্রায় আমি, তবু ওই একশৃঙ্গের ন্যায় ত্বক
বাঁচিয়ে রেখেছে পাতককে……..লজ্জাহীনতা,
মহাকালের বিভীষিকার সম্মুখেও আজ……
কলঙ্কসিক্ত বিবেকহীনতা।
~ ডুয়ার্স থেকে চিঠি ~