আমি নইক কোনোও কবি,
না পারি আঁকতে ছবি,
তবে পারি ভাবতে-
উরে যায়ে মন দিক দিগন্তে।
না পারি লিখতে গল্প,
তবে পারি বুঝতে অল্প
মানুষের মন টাকে।
হে জীবন-
তবু মনে রেখ আমারে,
সরিয়ে ব্যর্থতা
তবু দাঁড়াব উঠে,
দিয়ে যাব দাম তোমারে।
আমি পারি হাঁটতে,
আমি বিশ্বপথিক,
পথ দেখাও হে জীবন!
হতে চাই জেগে ওঠার প্রতিক।