রমরমিয়ে যুগ এল যে… জগৎ জোড়া জাল,
Zero figure গণকযন্ত্র বিজ্ঞানের কামাল!
হাতের মুঠোয়ে পৃথিবীটা আজ,এক পলকে বিশ্ব,
মানবজাতির উন্নতির এই উদাহরণ অবিশ্বাস্য!

অজানা সব তথ্য জানতে করতে পারো Google,
ভূগোলের  মানচিত্র কিংবা ইতিহাসের মুঘল।
মিশরের মামি অথবা Bermuda triangle রহস্য,
হয়তো বা মহাকাশ যান বা পৃথিবীর মাধ্যাকর্ষ।

বিজ্ঞানের কল্যাণে আজ মানুষ বড্ড ‘সামাজিক’,
ঘরে বসেই দুনিয়া জয়, এটা তো প্রযুক্তির ম্যাজিক।
Facebook আর Whatsapp এর কৃপায়ে মানুষ  সর্বদাই যুক্ত ,
আগের চেয়ে কথাবার্তার মাত্রাও অতিরিক্ত ।

প্রযুক্তির ঠেলায় মানুষ হয়েছে  আত্মকেন্দ্রিক,
প্রত্যহ জীবন যাত্রা বড্ড বেশী যান্ত্রিক।
সমগ্র বিশ্ব বিস্তৃত এই জগৎ জোড়া জাল,
জালে আটকা মানুষ এখন বড়ই নাজেহাল।

~ জগৎ জোড়া জাল ~

Print Friendly, PDF & Email
Previous articleএটা আমার কান্না
Next articleদুজন না একজন ?
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments