সেই যে গরমের ছুটি গুলো ,

এক আকাশ তারা ভরা রাতটা হত ছোট্ট ,
অলস দুপুরটা কাটতোই না মোটে
সারা বাড়িটা তখন ভাত ঘুমে ঝিমোচ্ছে
চঞ্চল দুচোখ কি খুঁজে ফেরে
ঘুড়ি , মাঞ্জা দেওয়া সুতো লাটাই , রঙ পেনসিল
আর রাজ্যের অপ্রয়োজনীয় জিনিসে ভরা
একটা ঘর ,
সে এক গুপ্ত কুঠুরী , অমূল্য সব ধনরত্ন সেথা
তবে অবহেলিত কেন !
জানলার কার্নিশ টা , ঘরের মতই প্রয়োজনীয়তা হারিয়েছে ,
জানলার শিখ ও পাল্লাগুলো খানিক আঘাতেই ইহকাল ত্যাগ করবে ,
তবে একজন বোঝে তার কদর ,
সেই যে কৌতুক মাখা দুই চোখ
হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলো ঘুড়ি লাটাই রং কাগজ…
সেকি উন্মত্ত আস্ফালণ , তীব্র শব্দে কান পাতা দায়
ভাঙা কার্নিশে লেগে ছিটকে আসা
জলকণা ,
ভিজচ্ছে আদরের ঘুড়ি , রং পেন্সিল
কৌতুক মাখা চোখে জানলা দিয়ে ধেয়ে আসা খানিক জলের ঝাপটা
মুহূর্তে এক অনাবিল আনন্দের সাক্ষী হওয়া ,
চির অবহেলিত আমার চিলেকোঠা ।

Print Friendly, PDF & Email
Previous articleস্মৃতি
Next articleNot all failures are bad
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments