বয়স আমার হয়তো এখন আটের কোঠা পার,
কিন্তু মগজাস্ত্র আজও আমার সমান ক্ষুরধার।
নেই জটায়ু আমার পাশে–আক্ষেপ তাই বৃথা,
তোপসেটাও থাকে দূরে–যাক সে সব কথা।
করোনা যে ধরবে আমায় বুঝেই গেছি আগে,
মগনলালের ওপর আমার গা জ্বলছে রাগে।
করোনার ছদ্মবেশে সে ধরেছে আমায় চেপে,
আমিও কি ছাড়ার পাত্র–দেখছি তাকে মেপে।
তারপরে দাওয়াই এমন দেবই তারে মোক্ষম,
মগনলালের দফারফা–ফেলু যে তার যম।
তোমরা কিছু ভেব না ভাই–আসব আমি ফিরে,
তোমাদের সবার মাঝে ভালবাসার নীড়ে।
তবে সখার জন্য জ্বালিয়ে রেখো প্রার্থনার দীয়া,
যেন যায় না ডুবে মাঝনদীতে সৌমিত্রের খেয়া।