শুকনো হাড়ি উনুন ছাই দেহ আঁচ
বন্ধ দৃষ্টি চোখের পাতা স্বচ্ছ কাচ
ড্রাম থেকে বোতলে আবেগ ভরি
মাপুনি তে টোপ খেয়েছে ঈমান
দলমন্ডল চিরে আমার সৌরভ চুরি
অপ্রস্তুত মৃত্যু এসে আচমকাই, বেঈমান!
বুকের ভিতর লুকিয়ে নেবো শোক ?
অস্রুকেও জায়গা দেয় নি চোখ
এলোমেলোচুল চিরুনীর টানে সুসজ্জিত
বিনুনির পাক পদেপদে পেঁচ নিয়মিত
দরজার ফাকে আঙ্গুল রেখেছি পিষে
নিদ্রায় ডাকে আমার জীবিত তক্তপোষ
আয়না কপাল দেওয়াল ছায়া ময় একাক্কার মিলেমিশে
হাট বসেছে আবার তবে? কত কেজি মরাগরুর গোস?
আড়াই খানা রুটিতে গরিবের একদিন
আর কৃপনের তিনদিন পার
বিশ্বাসে ভালোবাসায় গর্ভবতী প্রতিদিন
অবিস্বাসে গোপনে লুট অজস্র্রোবার
নজর বন্দি গৃহস্থলে মাতাল দৃষ্টি ঢেউ
রাক্ষসী পৃথিবী তে পার পাই নি কেউ
আঠালো রাতের গায়ে ডানা ঝাপটায়
পিচ্ছিল স্বপ্ন, হতাসে আটকায়
অনাহারেই মৎস শিকার মাছের মুখে টোপ
তৈলাক্ত ভিখারির হাত, এটাই বাস্তব