যেন ওই রক্ত গোলাপে
বিপ্লবীদের রুধির গিয়েছে মিশে।
যারা স্বজন ব্যথায় ফেলেছে অশ্রুজল,
সেই নোনাজল মিশেছে সাগরে এসে।
যখন মন থাকে আনন্দে ভরা
গলা ছেড়ে গাইবো ভাবি গান,
সেই সুরেই গাইছে যেন পাখি,
ভোরের আকাশে সুমধুর কলতান।
হৃদয় যখন নেচে ওঠে আনন্দে,
সেই আনন্দে ময়ূরও দেয় সাড়া,
মেঘলা দিনে তাই সে বুঝি নাচে,
খুশিতে সে হয় যে আত্মহারা।
সাথিরে হারায়ে বিরহে মুহ্যমান,
খুঁজে তারে কোথাও নাহি পাই।
পিউকাঁহা সেই সময়েই ডাকে,
দিন-রাত সে খোঁজে তার পিয়াকে।
যখন মন ব্যথায় ব্যথায় ভরে,
আকাশ তখন ঘনায়ে কালো-মেঘে
হৃদয়ে যখন করে ওঠে তোলপাড়
তখনই যেন ঝড় ওঠে সবেগে।
আর সহেনা আকুল করা দুখ
হিয়ার মাঝে উঁকি দেয় কোনো মুখ
অবাধ্য দুনয়নে বারি ঝরে
সেই সময়েই বুঝি বা বৃষ্টি পড়ে।
একাত্ম
Subscribe
Login
0 Comments
Oldest