ফুলকি থেকে
একটা
স্ফুলিঙ্গ বেড়িয়ে ,
নাভীর কাছে ,
ফেটে চৌরচির হয়ে ,
শরীরের আনাচে কানাচে
ছাড়িয়ে দেয় ,
এক
ঐশরিক অনুভূতি !!

সেই অনুভূতি —
স্ফুলিঙ্গের সেই
জাদুগরি বিন্যাস -///
মন্ত্রমুগ্ধ করে !
পৃথিবীকে !!

জোড়াতালি দেওয়া জীবন থেকে
নিংড়ে ফেলে
বিষ —-

জন্মায় উচ্ছাস
সৃষ্টির শীষ !!!

অশরীরী এই শীষ
নিয়ে আসে নতুন প্রাণ !!!!

অতীতের অন্তরালে
পচে গোলে যাওয়া আদর্শে –
ভুলে যাওয়া মন্ত্রে –
লাগে – শিউলির প্রলেপ !
সময় বদলায় !!!!!

বিছের দংশন ????
নাকি ফাঁসির দাগ ????
ভুলে যাই —-
ভুলে যাই —
কোথা থেকে কোথায়ে
নিয়ে যাবো
এই সময়টাকে ????

Print Friendly, PDF & Email
Previous articleধূসরতার উপকণ্ঠে
Next articleমহাভারতের কথা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments