যাহার সঙ্গে দেখা হয় অনুক্ষণ,
ভাব সে মিত্র তব–অতি পূত মন।
কিন্তু সে নহে মিত্র–ছদ্মবেশধারী,
ছুরিকা হস্তে এক মিত্রবেশী অরি।
বুঝিতে পারিবে যবে তাহার স্বরূপ,
বিষ্ময় আঘাতে তুমি রবে নিশ্চুপ।
পরহিত ব্রতে আজি আপনার প্রাণ
নির্বোধ মানবই মাত্র করে বলিদান।
আপন স্বার্থখানি অপরের তরে,
সঁপিলে তাহারে সবে বিদ্রুপ করে।
তথাপি এমত কর্মে বরিলে মরণ,
ইতিহাস করে সেই অবোধে স্মরণ।
পর হেতু মরণেও যে সুখ লভে,
সেই ত’ অমর এই পার্থিব ভবে।
অতিক্রম করে যদি হীন স্বার্থবোধ,
তবে সে মহৎপ্রাণ–হোক নির্বোধ।
কিন্তু এমন মিত্র জগতে বিরল,
ভেকধারী হাস্যমুখে দুষ্ট ও খল।
আপনারে লয়ে সবে সদা বিব্রত,
হানাহানি হিংসায় প্রত্যেকে রত।
বিষ্মৃত হায় বুঝি জীবনের অর্থ,
সর্বাগ্রে লক্ষ্য দেয় আপনার স্বার্থ।
কেহ নহে এই যুগে অপরের তরে,
সুখ সুখ মন্ত্র জপে অবনীর পরে।
তাই মোর আহ্বান সবাকার প্রতি,
পরার্থে টান ইতি আপনার স্তুতি।
পর হেতু তনুমন সদা সমর্পণে,
হইবে সর্বোচ্চ সুখী বিশ্বভুবনে।
সত্যকার মিত্র হও স্বার্থবুদ্ধি ত্যজি,
মানবতার জয় তাহাতেই আজি।
———————————————
স্বপন চক্রবর্তী।