শেষ হল আজ দিনের আলো,
সন্ধ্যাপ্রদীপ উঠলো জ্বলে,
সেই প্রদীপের স্নিগ্ধ শিখায়
তোমার নামের পরশ মেলে,
জুড়াক নয়নজোড়া আমার
সময় চলুক আপন ছলে ।
গোলাপ আজও শুকায়নি গো ,
বইয়ের ভাঁজে আছে তাজা,
আবার আসছে ইদ-উল–ফিতর,
আর কেনই বা দেবে সাজা ?
মুখরিত প্রাণের স্পর্শে
ডাকছে তোমার মনের রাজা ।
সাড়া পাবো এই আশাতেই
জীবন চলছে আপন বেগে,
ফেরালে ডাক ঝরবে বারি,
সিক্ত আঁখির গর্ভ থেকে ,
সেই বারিরই পরশ পেয়ে
ভালবাসবো নতুন করে ,
মনে রেখো আমার তুমি
কোটি কোটি বর্ষ ধরে ।