আঁধার প্রদীপ উঠবে যেদিন জ্বলে
বুঝবে সেদিন তোমার সকল ভুলে
নেই যে প্রাণের ক্ষমা,
আজ যা ভাবছ তোমার মনের ভাবে
কালকে হয়তো উল্টো পৃথিবী পাবে
হোক না যতই জীবনের রমরমা।
তোমার প্রশ্ন বিবেকের কাছে বলো
জাগবে স্বচ্ছ নতুন দিনের আলো
আলোক বিন্দু হতে,
আমাবস্যার নিবিড় আঁধার রূপে
জাগবে যখন আলোক চাঁদের মুখে
তেমনি ফিরবে আলোর দিশার পথে।
আঁধার হতে আলো
Subscribe
Login
0 Comments
Oldest