মাঝে মাঝে মনে হয়-

এই ঝাঁকড়া মাথা গাছগুলো সন্ধ্যেকে ডেকে আনে,

আসলে তারা পাখীদের প্রানের থেকেও বেশি ভালোবাসে

সন্ধ্যে হলেই পাখীরা বাসায় ফিরবে

আবার দেখা হবে-

কাছে ফিরে পাবে বলে……

~ সন্ধ্যে -পাখী ~

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments