খোকা খুকু ঘরে বন্দি – স্কুল ওদের নাই;
কোভিড এসে বন্ধ হল – বন্দি ওরা তাই।
শিশুমনে ক্ষণেক্ষণে- চিন্তা ওদের হয়
সোনার চামচ মুখে তবু-প্রাণের যত ভয়।
চার দেওয়ালের মাঝে তাদের-কাটেনাতো দিন
নিঃস্পাপ এই শিশুগুলোর-কিসের এতো ঋণ?
ছোট ছোট বাচ্চাগুলো-চিন্তা যখন করে
আমরা বেঁচে কি হবে লাভ-বাপটা যদি মরে?
নিরাপদে রাখতে হবে -এই শিশুদের ঘরে
পোড়ালেখায় চাপ দিওনা -করবে ওরা পরে।
যে শিশুদের মা-বাবা; বেকার ঘরে বসা
তাদের কষ্ট কেও বোঝেনা; নাই তো বোঝার ভাযা।।