আমার পঁচিশে বৈশাখ
-বিশ্বনাথ সরকার
বিসংহত বাস্তবতার আধিপত্যকারী অন্দর হতে
তোমার সূচনাভূমিকে হয়তো ছুঁয়েছি বার কয়েক
আমার মতন করে।
জেনেছি আমার অনাবিষ্কৃত পরিসর, আমার অন্তঃস্থ বাহির-
বিরামহীন সংঘাতের প্রতিটি মুহুর্তে।
অস্থিত, শেষহীন অবলম্বন,
কল্পনার প্রসারিত সাম্যবাদ,
আমাকেও অসহায় করে তোলে হয়তো তোমারই মতো।
প্রাকরুদ্ধ ভাবনার কোন এক সূচনাভূমিতে
অনিয়ত অর্থে, পরম পারস্পরিকতার নিষ্পাপ নির্মোহে
বৃত্তাকার চলাচল!
প্রাপ্তির প্রচন্ড ঘূর্ণিতে
অপ্রতিরোধ্য শানিত সৃষ্টির অমোঘ অভিঘাত
আমাকেও স্বচ্ছ করে দিয়ে যায়
তোমার নিষ্পলক চোখ।
প্রতিমুহূর্তে আর একবারের দ্যোতনা
আমাকেও দাঁড় করিয়ে দেয়
সীমাহীন সম্ভাবনার আন্দোলনে।
তাই বছরের আর একটা দিন শুধু তোমার জন্য,
আমার হয়ে থাক,
আমার প্রিয় পঁচিশে বৈশাখ।
…………….