বলতে শিখলাম যে ভাষায়
সে ভাষাই আজ ভুলেছি মোরা,
ভাষার পরাজয়ে মূর্ছিত জাতি
আজ হয়েছে ছন্নছাড়া।
রবি ঠাকুর আজ হারিয়ে গেছেন
বঙ্কিম আজ ব্রাত্য,
শরৎ বাবু নাই বা থাকল
হারিয়েছেন বিবেকানন্দ।
বাকিদের কথা না বলাই থাক,
শুনলে নেতাজী হাসবেন।
কত সংগ্রামে অর্জিত ভাষা,
ভূলুণ্ঠিত আজ সমাজের পথে।
বাংলাটা আমি পারিনা ঠিক,
শুনেছি অনেক বাঙালীর মুখে।
এদের হাত ধরেই এগিয়েছে শাসক,
আজ মাতৃভাষার কণ্ঠরোধে।
সত্যিই মোরা পারিনি মা,
ফিরিয়ে দিতে তোমার মান।
অভিমানের শিকলে তাই আজ তুমি,
জন্ম দাওনি তো নতুন কোন নাথ।
চিত্র- https://www.google.com/