সময় যখন এগিয়ে চলে ,
মৃত্যু যখন কথা বলে ,
পৃথিবীটা স্তব্ধ হায় !
সেই বিচারের প্রত্যাশায় ।

বৃষ্টি যখন আমার পাশে ,
বন্ধু সেজে এগিয়ে আসে,
আমি যদি চাই ফিরিয়ে দিতে
নাম না জানা অকূল স্রোতে –

সব হারাবার দুঃখ যত,
চোখের জলে ভাসবে তত ,
মলিনতা আমায় ঘিরে
আসবে যখন অকূল তীরে ।

এই পৃথিবীটা , সাজিয়ে দেবো –
সব কিছু টাই নতুন করে,
বলবো তখন – দুরাশার নীলাচলে –
একফোঁটা অশ্রু জলে ।।

Print Friendly, PDF & Email
0 0 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments