মৃত্যু আসে মৃত্যু যায়
মৃত্যু ছুঁয়ে ছুঁয়ে দেখে,
জল স্থল বায়ুতে চলে অন্বেষণ তাই,
খুঁজে খুঁজে ফিরি….
আমার আদিম আবাস….
রাত ঘন হয়, সমুদ্র অশান্ত হয়ে
জলস্তম্ভ তৈরী করে..
জলগুলি আকুলি বিকুলি করে
বারবার ঢেউ হয়ে ফিরে ফিরে আসে
দূরে কোনো বাতিস্তম্ভে
কুয়াসার সারসারে…
লক্ষীপ্যাঁচা জেগে বসে থাকে
রাতচরা পাখিদের তীক্ষ্ন ডাক
দিগন্তের বেড়া ভেঙ্গে ফেলে
উদ্যাম জলস্রোতে ভেসে ভেসে….
আমার ছায়া….
কায়াহীন হয়ে খু়ঁজে খুঁজে বেড়ায়,
আমার আদিম আবাস……..
রাত ফিকে হয়, নতুন আমি….
জলে স্থলে বায়ুতে অনন্ত হয়ে
স্রোতে ভেসে যাই…….
দিনের নতুন সূ্র্য আলো নিয়ে আসে,
মাটি জল বনস্পতি জেগে ওঠে,
ফুল পাখি প্রজাপতি ওড়াওড়ি করে,
শব্দহীন ভাষাহীন সুষুপ্তীর অন্ধকারে
তলিয়ে যেতে যেতে বড় ঘ্রাণ নিই….
এই পৃথিবীর…..
ভালোলাগার হাত ছাড়িয়ে..
ছড়িয়ে পড়তে পড়তেও
আবার ফিরে আসি |
~ পরিক্রমা~