এই বাঁশিতে যে সুর বাজে সে সুর আছে জগত জুড়ে
যমুনা তীরে কুঞ্জ বনের বালুকনায় লতায়-পাতায়
সব খানেতে জড়িয়ে আছে ছড়িয়ে আছে ঘাসে ঘাসে
মিশে আছে সবার মনে যে মনের ভার বইছ তুমি
একলা একা সঙ্গোপনে মিছে বালির বাঁধ রচনে
দ্বিধার আকাশ মেঘলা হলেও বৃষ্টির সার নেই যে তাতে
ময়ূর জানে মেঘের সৃজন চাতক জানে তার পরিণাম
কূলবধু কূলের বালা মিথ্যে তোমার পুতুল খেলা
খেলার শেষে কুলুঙ্গিতে সাজিয়ে রেখে খেলনা বাটি
আকাশপানে তাকিয়ে দেখো কি বলতে চায় সন্ধ্যাতারা
চুপি চুপি প্রশ্ন কোরো কালপুরুষের কুকুরটাকেও
বলবে সবাই বর্ষা শেষে কদম ডালে ঝড়ের দাপট
টই-টম্বুর খাল-বিলও আজ পদ্মের ভার বইতে নারে
বলছে সবাই হতাশ হয়ে, ও পোড়া মন! আসবে কবে?