জরাজীর্ণ মুখে ভাঙাচোরা আঁকা কিছু রেখা,
যেন কাঁপা হাতে লিখে যাওয়া অজানা কোনো ইতিহাস
যে ইতিহাস একদিন জ্যান্ত ছিল, শ্বাস নিতো
হারিয়েছে কোনো সময় মরা নদীর বাঁকে পথের ঠিকানা।
বাষ্প মাখা স্মৃতিগুলো ক্ষণিকের আনন্দে ফিরে ফিরে আসে
যেন মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের অনাবিল হাসি
সানাই বেজে ওঠে মলহারের সুরে, ঘুরে ঘুরে কাঁদে আর,
দেওয়ালে মাথা কুটে ফিরে আসে বারে বার
ঘোলাটে চোখ দুটো ভিক্ষা চায় দু মুঠো আশার, বাঁধে বুক বেঁচে ওঠার তরে
বাতাস হয় ভারী, তবু সাক্ষী হতে চায় নবজাগরণের।