জন্ম থেকে লড়ছি আমি, মৃত্যু অবধি লড়ব;

জীবন দিয়ে হলেও আমি, অন্যায়ের বিরুদ্ধে চলব।

করতে দেব না কাউকে অন্যায়, করবও না আমি নিজে;

শিখিয়েছ মাগো তুমি আমায়, তোমার প্রাণটা দিয়ে ।

ভুলিনি মাগো আজও, তোমার সে অশ্রু-কাকুতি-মিনতি;

ছাড়েনি মাগো সেদিন তোমায়, জানোয়ার পাক-বাহিনী।

করেছে গুলি ওরা তোমায়, হয়েছ বিদ্ধ তুমি;

দিয়েছ প্রাণ দেশের তরে, রাঙা হয়েছে ভূমি।

তোমার রক্তে হয়েছে মাগো, সূর্য অতোটা লাল;

থাকবে বেঁচে মাগো তুমি, ইতিহাসে চিরকাল।

করবে স্মরণ তোমায় মাগো, সারা জাতি চিরদিন;

জাতির স্মৃতিতে রইবে বেঁচে, ইতিহাসে অমলিন।

দিয়েছ জীবন মাগো তুমি, করেছ স্বাধীন দেশ;

ধন্য জাতি, ধন্য আমি, ধন্য বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
Previous articleমুর্শিদাবাদের মমি
Next articlemon
Bezon  Kumar
A university teacher and amateur writer.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments