পুরনো স্মৃতির গন্ধে ফিরে যাই ক্রমশ,
বদ্ধ শহর, বদ্ধ পৃথিবী আজ…….
সংবেদী হয়ে ওঠা আমার স্নায়ুপ্রান্ত,
অসংলগ্ন বাক্যধারী ওষ্ঠাধর, নিছক উপহাস?
স্মৃতির পাঁজর কুঁড়ে কুঁড়ে খায় মুহুর্ত,
হুইলচেয়ারের চাকায় তালুর পাশবিক চাপ,
এক ধাক্কায়— টেবিল সামনে; দেরাজ খুলি,
টুকরো কাগজ—আরশোলার উচ্ছিষ্ট।
এবার আঁকড়ে ধরে স্মৃতির গরল,
যেন বন্য দ্বিপের শুঁড়ের টান, ক্ষয়িত প্রাচীন ‘আমি’।
পাপের পৃথিবী—আগুন নিভেছে, তবু—
আজ এই ভস্ম………যথেষ্ট।
মহাকালের চিরচেতনা জাগায়
ভস্মীভূত মদনদেব…..সে মুগ্ধবোধ।
আমার স্মৃতির পাংশু থেকেও, উঠে আসে অজগর
অভিসন্ধি?…. কণ্ঠরোধ।