নাহ এবারে ও ভুলিনি দিন টা,
দেখতে হয় না কোনো fb notification,
হয়তো বা ভুলবো ও না কোনোদিন।।
যোগাযোগ নিভে যায়, বন্ধ হয় কথা
কিছু শিল্প ঠিক ভরিয়ে রাখে ডায়রির পাতা।
বেশি কিছু করতে পারিনি,
দেখাও হয়েছে হাতে গোনা কয়েক বার ।
এভাবেই যে পেরিয়ে গেলো
বছর চার ।।
শিল্পী রা সবার থেকে আলাদা হয় ,
সেই আলাদা হয়েই থেকো ।
মিশে যেও না ভিড়ে ,
বরং ভিড়ের মধ্যে একজন হবার ইচ্ছা টা রেখো ।
কঠোর বাস্তবের সামনে দাঁড়িয়েও
নিজের মধ্যে সেই শিশুসুলভ আচরণ গুলি রেখো ।
হাসতে থেকো , চোখের জল যে খুব দামি
বাঁচিয়ে রেখো নিজের মধ্যে র “সেই আমি”।
এরকম সাধারণ হয়ে থেকো , তার যে অনেক দাম
আর স্বপ্ন দেখো, তবেই তা পূরণ হবে ।
শিল্পের কোনো শেষ যে নেই,
ডায়রির পাতায় তাই তুমি রবে নীরবে ।।