ক’দিন পরেই আসছে শীত;
শুরু হবে পাতা ঝরা,
তাই বুঝি বৃক্ষরা সব;
রয়েছে মনমরা।
বৃক্ষকে সব পত্রগুলি
করছে আলিঙ্গন,
বোঝাতে তার দুঃখটাকে
আসছে বিদায়ক্ষণ।
বলে, ওগো বৃক্ষ তুমি
হেসে দাও বিদায়,
নুতন হয়ে আসবো ফিরে;
হয়ে কিশলয়।
ফিরে এসে, ফুলে ফলে
ভরিয়ে দেব ডালপালা,
হাসি মুখে দাও বিদায়,
এবার যাবার পালা।
ঝরা পাতার কান্না কি কভু
শুনেছো কান পেতে?
অনেক কিছু বলে যায় সে
চলে যেতে যেতে।