এই মরেছে–আবার সবাই বলছে মোরে লিখতে ছড়া,
ওসব লেখা কঠিন কত–বুঝিস না কি কিছুই তোরা !
হবেনা বাপু আমার দ্বারা–অন্য কোথা যা না ভাই,
আছেন কত ছড়ার কবি–তাঁদের কাছেই চলনা যাই।
কি ঝকমারি–যাবিনা কোথাও–ছাড়বিনা রে আমার পিছু !
পাগলামো আর কাকে বলে–তোদের দিয়ে হবে না কিছু।
আমার মাঝে দেখলিটা কি–নাছোড়বান্দাবোকার দল,
বলছিস সব এত করে–চেষ্টা করেই দেখি চল।
এক দেশে এক ছিল রাজা–সুয়ো দুয়ো দুটি রাণী,
মাথায় কিছুই খেলছে না আর–ছড়া লেখার কিই বা জানি।
তাই বলছি এবার তোরা দে না রে সব আমায় ছেড়ে,
কবি হবার সাধ অধমের শেষ হয়েছে চিরতরে।
এমন করে লজ্জাটি আর দিস নে রে ভাই আমায় তোরা,
লেখার কথা শুনেই হায় ডেংগু বুঝি করছে তাড়া !
চাইছি ক্ষমা সবার কাছে–বলিস ত’ ভাই গড় করি,
ছড়া লেখার জন্য আমায় করিস নে আর ধরাধরি।
বলিস কি রে – তা হবেনা – লিখতে কিছু হবেই হবে !
আমার নাকি শপথ ছিল–ভুল করছিস তোরাই সবে।
কি বলতে কি বলেছি–ওটা ছিল কথার কথা,
করবিটা কি না লিখলে–কাটবি না কি আমার মাথা !
তাতেই যদি শান্তি পাস–সেইমত ভাই করনা কাজ,
ছড়ার তরে নয়কো আমি হবোই প্রথম শহিদ আজ।
কি হলো রে যাসরে কোথা–করলি নাকি আমায় মাপ !
যা ফ্যাসাদে পড়েছিলাম–বেঁচে গেলাম বাপ রে বাপ ।