১৮ই এপ্রিল, তোমার হয়তো মনে নেই দিনটা
সন্ধ্যা বেলা এসেই চোখের সামনে দিয়ে পালিয়ে গেলে
তারপর আর খোঁজ নেই।
চোখের সামনে ভেসে উঠেছে বারবার সেই মুখখানি
সকাল বিকেল শুধু ভেবেছি
এটাই কি শেষ দেখা?
আর কি কক্ষনো দেখা হবে না
ভাবতে ভাবতে কাটিয়েছি অনেক দিন
আজও শেষ নেই।
তবুও জানি না ভেতরটা কেমন শিথিল হয়ে আসছিল
হটাত তা যেন কোথাই মিশে পরছিল-
যেখানে দুঃখ নেই, বেদনা নেই
শুধু সংকল্প আছে
বাকিটা জীবন এভাবে কাটানোর
হতছারা পাগলের মতো
কখন হাসতে হাসতে, আর কখনোবা অক্লান্ত জড়ের ন্যায়
জীবনের শেষ মুহূর্তের অপেক্ষায়
শঙ্কা তবুও একটাই
যেতে যেতে কি পারবো তোমাকে ভুলে যেতে?