এভাবে কি ফিরে আসা যায়?
এইভাবে, সোনারং রোদ্দুর হয়ে?
ভাঁজে ভাঁজে বিবর্ণ কাগজে
অমলিন থেকে যায় কালির আঁচড়?
তুমি পারো, নস্যাৎ করে দিতে
ঊষর বছর কিছু? জমে থাকা
ধূলিধূসরতা?
আমি তার নাম-ই ভুলে গেছি
যেন কবেকার রূপকথা |
তুমি পারো, খুঁজে এনে দিতে
সেই অন্তরের দীর্ঘশ্বাস? অযতনে ফেলে রাখা
কবিতার খাতা |
যদি ডাকি, পিছু ফিরে তাকাবে কি
ফেলে আসা সময় আমার?
যদি চাই, আবার, আবার করে
গড়ার ক্ষমতা, চাই ক্ষমতা ভাঙার?
ফিরে আসা যায়,
যদি নদী হতে চাই বানভাসি?
ভোরের শিশির?
কিভাবে ফেরাবো বলো,
বলে দিতে পারো,
কুয়াশার শেষ দেখে কোন পথে,
কোন ভাবে ফিরে আসা যায়?