দূর এই পৃথিবী থেকে,

চিনতে পারিনা তোমায়;

কোনজন তুমি?

নক্ষত্র সাগরে, কোন আলো তোমার?

খুঁজি তোমায়; ছিল,

যেন সবকিছু ছিল কাছে!

তবু ছিল না যেন কিছু;

বুঝি, সবটাই মিছে? ছিলে তুমি,

হরিনি ছিল; পশুত্ব ছিল রন্ধ্রে!

রক্তের মধ্যে চিৎকার ছিল!

নিদ্রাচ্যুত আমি,

রাত-ভাঙা নিঃশব্দে,

পেঁচা উড়ে আসে পাশে –

ডানায় এক মহাকাশ নিস্তব্দতা|

কেন আসে? কিন্তু আসে, এসে ডাকে!

সদ্যজাত শিশুর মতো কাঁদে, কাঁদায়!

ভাঙা নিশীথে, আকাশ ছিঁড়ে পড়ে পাখনায়;

জ্বলজ্বলে দৃষ্টিতে পেঁচা তাকায়!

দূর দেশের দিশায়, নক্ষত্র খুঁজে যায়!

আঁধারের খোঁজে ফিরে-ফিরে চায়;

নিশি-ভরা নেশায়! নক্ষত্র সারি, বুঝতে পারি!

চিনতে তবু তোমায় পারিনা তোমায়! খুঁজি,

কে তুমি, কোথায়?

নক্ষত্রের সাগরে কোনজন তুমি?

Print Friendly, PDF & Email
Previous articleThe Wind of Paradise
Next articleসই
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments