সেদিন হঠাৎ পথে এক পাঠক সনে দেখা,
শুধান তিনি –স্বপনবাবু,আর তো পাইনা লেখা !
ব্যস্ত বুঝি অন্য কাজে সকাল দুপুর রাতে !
তাই এখন চলছে আড়ি কাগজ কলম সাথে !
হারিয়ে গেল নাকি দাদা সেসব চিন্তাধারা !
যার থেকেই আসত উঠে নিত্যনতুন ছড়া !
লজ্জা পেলেম–হ্যাঁ ভাই,ঠিক ধরেছেন বটে–
ভাবনাগুলো মাঝপথেই যাচ্ছে কেমন কেটে।
তারপর ঐ ভয়াল রোগের অসীম বাহুবলে,
জীবন বুঝি যুদ্ধক্ষেত্র লড়াই প্রতিপলে।
সবমিলিয়ে কেমন যেন হারিয়ে গেছে ছন্দ,
কবির সাথে কবিতার চলছে এখন দ্বন্দ্ব।
অপেক্ষাতে আছি কবে আসবে প্রাণে মাতন,
বরিষণের গন্ধে যখন ভিজবে আমার মন।
লিপির সাথে বাঁধবো তখন নতুন কোরে জুটি,
হৃদয় আমার ছন্দ সাথে কোরবে খুনসুটি।
নিত্যনতুন সৃষ্টিসুখে ভরবে আমার হিয়া
কালি কলমের সখ্য ঠিক আলোর সাথে দীয়া।
একটি কথা স্বীকারে আমি পাইনা খুঁজে ভাষা,
সবার এই উৎসাহই মোর পথের দিশা।
সুস্থতার সঙ্গে আমার হয় না যদি আড়ি,
কথা দিলেম ছন্দে আমার বাইবে জীবনতরী।
বীণাপাণির চরণধূলি লয়ে আমার মাথে,
সবার জন্য আবার আমি ধরবো কলম হাতে।