আজ আকাশে ঘন মেঘ জমেছে।
এই মেঘই যেন বয়ে আনে
শান্ত হাওয়ায় ঝড়ের আভাস।
কে যেন ডাক দিয়ে উঠলো,
“তিতির, জানিস তো আজ স্কুল ছুটি দিয়েছে।”
“মা, আজ খিচুড়ি আর ডিম ভাজা হবে তো?”
“দিদিভাই, ভূতের গল্প শুনবি?”
“এই তিতির, চল না কাগজের নৌকা বানাই।”
“বোন, তোর নিমাই দাদা যা দারুন মাছ ধরে না! যাবি নাকি আজ আমার সাথে মাছ ধরতে?”
কেন এই কোলাহল
পিছু ডাকে মোরে?
কেন এই কোলাহল
কাঁদিয়ে দেয় মোরে?
ভালোই তো আছি,
একলা পথের একলা পথিক।
তবে, এই কোলাহল কেন
ঝড় উঠিয়ে বিভ্রান্ত করে মোরে?
ওঃ আজ যে আকাশে
কালো মেঘ জমেছে।
ঝড়েরই তো পূর্বাভাস এই মেঘ।
তবে, সত্যি বলতে,
আজ আমার হৃদয় আকাশে
কালো মেঘেরা ভিড় জমিয়েছে।
তারা আমার হৃদয়ের
আশার আলোকে করেছে পদদলিত।
আজ আমার বুকের মাঝে
কেবল একাকিত্বের আর্তনাদ।