আকাশ জুড়ে মেঘ করেছে,
মেঘের যে আজ মন খারাপ।
স্বপ্নে দেখা ইউটোপিয়া
মনের কোনে লুকানো পাপ।।
পাপ বলেছে “পূণ্য কোথায় ?”
সব মিলেছে এক হয়ে,
আমার ব্যস্ত শহর, ঘুম জমেছে
স্বপ্ন গলেছে চোখ বয়ে।।
বৃষ্টি ধারায় ভিজছে ছাতা,
ছাতার নীচে একলা মন।
এই শহরই আমার ইউটোপিয়া,
তবুও কেন মন কেমন?
উঠছে ধোঁয়া মাটির ভাঁড়ে,
নতুন মুভি শুক্রবারে,
ব্যালকনিতে কর্নার চাই,
পাশেতেও কেউ থাকতে পারে।
লোক জমেছে রাস্তা ঘাটে,
হাঁড়ি নাকি আজ ভাঙবে হাটে,
পাগল বসে শ্মশানঘাটে
ভাবছে এ তো ভীষণ চাপ,
আরে, এই তো সবার ইউটোপিয়া,
তবে কিসের আড়ি, কিসের ভাব !!
চাঁদকে দেখে ভাবছে কবি
প্রেমেতে জগৎ অন্ধকার,
সংসার এতো মিথ্যে সবই
যদি হয় প্রেমের ঘরের বন্ধ দ্বার।
ঝরছে জল চোখের কোনে,
প্রতিবাদী আজ গলার স্বর,
সাজানো আমার ইউটোপিয়ায়
শুধু তোর, আমার আর চাঁদের ঘর।।
ফিরছে পথিক আপন ভোলা,
খুঁজছে ক্ষ্যাপা পরশপাথর,
উড়িয়েছে ছাই, তবু মানিক কোথায়?
কানা কড়ি তেই কাটল বছর।
কোথায় যেন উড়ছে টাকা,
দু মিনিটে নাকি হচ্ছে ম্যাগি!
আর কোটি টাকার গেরুয়া পরে
বলছে রাজা “আমি সর্ব ত্যাগি”।
ইচ্ছে বলছে অনেক কিছু
কিন্তু এ যে পকেট ফাঁকা,
আজ ইউটোপিয়ায় বসন্তকাল,
তবুও শীতের চাদর ঢাকা।।
চল বন্ধু, এক দুনিয়া গড়ি,
যেখানে রাজাও ফকির হয়।
সেখানে ইচ্ছেডানায় রং লাগিয়ে
আঁকব সবুজ সূর্যোদয়।
অতীতটা নয় সাদা কালো,
ভবিষ্যৎ টা রঙিন হোক,
আমাদের গড়া ইউটোপিয়ায়
আমরাই নয় প্রথম লোক।।