যেথা হতে দেখেছিনু এই নূতন সকাল
সেথা হতে চলিয়া গিয়াছি বহু দূরে,
কালের যাত্রাধ্বনির ভবলীলায় আজ
এই মনোরম প্রকৃতি ক্রমশ গিয়াছে সরে।
আজ হেথায় শুধু মহামারীর ছায়া
যুদ্ধ লাগিছে প্রায়,
করোনা কিংবা পরমাণু
কোনোটাই কম বিষাক্ত নয়।।
গ্রামগুলি আজ খাঁ- খাঁ করিছে
শহরগুলিই বা কম যায় কই,
অর্থনীতি তলিয়ে গিয়াছে
ফিরিয়া যাইবার পথটাই আর নাই।
তবু আবার সব সজাগ হইবে
চলিবে পৃথিবী আগের মত,
সেই দিনখানা দেখিতে হইলে
আপাতত সবাই ঘরেতেই থাকো!!
~ আশার আলো ~