“ অপরিণত ”
ড. সহদেব বন্দ্যোপাধ্যায়
আমি একটা মেয়ে ।
শৈশবের ছেলেবেলা পার করে
মেয়েবেলাটার তীরে এসে তরী পেলাম
তারুণ্যের উচ্ছাসে সে তরীতে
স্বপ্ন দেখেছিলাম সাধের ঘর বাঁধার
সবাই দেখে – আমিও দেখেছিলাম
মোহময় মায়ার তরীর জালে
আমার একটা একটা সাধ
পূর্ণ হওয়ার সৌধ রচনা করছিল
আমি মিনার হতে চেয়েছিলাম
মিনার অলিন্দের এক এক কুঠরি
এক এক তুলির টানে রেঙে উঠছিল
এসেছিল সেই রাত যে রাতে
তরীতে ডুবতে চেয়েছিল আমার
উন্মুক্ত উদ্দাম যৌবন –
ডুবতে চেয়েছিল আমার ,
একান্ত আমার লজ্জা – তরীতে !
হায় রে ! হায় আমার স্বপ্ন ,আমার সৌধ ,
আমার মিনার নিমেষে ধুলোয় লুটায়
তরীটির হৃদয় আছে , নেই বোধ
সে হাসে – জানেনা কেন হাসে
সে কাঁদে – জানেনা কেন কাঁদে
আমার রাত কাটে – আঁধারের সাথে
এরপর আলো আসবেনা জানি
এখন আমার আলো কথা বলে
সাদা-কালো অক্ষরে ,
কথা বলে আমার ঠোঁটের ভাষায় !
আমায় যে অনেকটা পথ যেতে হবে
আমি যে পারিনি
আমার তরী থেকে নামতে ,
তাই কথা বলে যাই কবিতায়
আর , আর আমার দুই ঠোঁটের ভাষায় !