আমার স্বাধীনতা-এখন পঞ্চাশের বুড়ো,
অনেক কথাই সুর হারানো তার,
গল্পকথাও এলেমেলো ছড়ানো,
স্বপ্নগুলোও হারানো স্রোতের বাস্তবে।
পঞ্চাশটা বছর-অনেকগুলো দিন,
বদলানো জীবনগল্প,
অনেক ছবিই আঁকা নতুন সুরে,
চেনা মুখটায় সাজানো নতুন গল্পকথা।
বুড়ো মনটা ভোলে যখন তখন,
বন্ধুত্ব,সম্পর্ক বদলানো-ছড়ানো ছিটানো,
হাঁটতে হাঁটতে হারায় গলি,
বার্ধক্য খোঁজে আশ্রয়,
চাই একটা নতুন কাঁধ,নতুন হাত,
ধরে হাঁটার সন্ধ্যায়।