জাগরণে স্বপ্নে সুর জেগে ওঠে প্রাণে

নিয়ে ভেসে যায় আমায় ছন্দের ভুবনে|                                                 

বাঁশরী সেতারের মৃদু ঝংকার

রুপকথা বলে যায় পিয়ানো গিটার|

যা কিছু অসুন্দর, যা কিছু ব্যাথা ও বেদনা

হয়ে যায় সুন্দর, গভীর অম্লান অনন্যা|

চেনা অচেনার মাঝে কেটেছে দীর্ঘ সময়

অবহেলায় আধা চেতনায়|

ছিল না সরোদ সন্তুরের সুমধুর যুগলবন্দী

ছিল শুধু বিরহী সানাই একা সঙ্গী|

তবু বুকে ছিল দীর্ঘশ্বাসে মেশা সুর বরিষণ

যেন মন্থর লয়ে গম্ভীর অভিমানী স্যাক্সোফোন|

তাই আবার ফিরে আসি চেতনে

  ভাসাতে সুরের তরী স্বপ্নে র উজানে|

~ স্বপ্নে রাঙানো সুরগুলি ~
Print Friendly, PDF & Email
Previous articleSAWAN * THE MONSOON *
Next articleরিক্ত চন্দ্রিমা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments