এক পলক দৃস্টি বিনিময়ে আছে নবসৃস্টির উন্মাদনা,
এক মুহূর্ত থেমে থাকাতে আছে শতসহস্র বিভ্রান্তি,
এক নতুন জীবনপ্রাপ্তির দুর্নিবার নেশায় মশগুল আমার প্রাণ !
হাতে আমার বীনা নেই , মাথাটাকে শুস্কতা গ্রাস করতে চায়,
রেখে যাব তবুও আমার দৃস্টি , আমার মন উদাসী সৃস্টি,
তোমার বুকে , চির জাগ্রতরূপে ।
সৃস্টিসুখে পাগল একা আমি , এমনটা তো নয়,
তবুও আমার হৃদয় গুঞ্জন তোলে তোমার স্নেহের দান;
তোমার দানের মাটিকে আঁকড়ে বেঁচে আছি ,
তোমার গাছ পাখিরা আমার পরম দোসর ।
আমি মাটির কাছে , মাটির টানে বাঁচতে চাই ।
নিবিড় বনানীর মাঝে আমি থেকেছি বহুকাল,
প্রথমে বুঝিনি তোমায় , ভয় পেয়েছি তোমার সরলতাকে,
মানতে পারিনি তোমার কোমল পেলব মুখশ্রীকে–
আজ আমি তোমাতে বিলিন, আমার সত্তায় তুমি ।
তাহলে কি এতদিনে আমি মাটির খোঁজ পেলাম ?
আমি স্রস্টা , খুঁজে পেয়েছি আমার সৃস্টি কে ।
জটিল সময়াবতে পাক খেতে খেতে হারিয়ে ফেলেছিলাম আমার সত্তাকে ,
আজ আমি মুক্ত , আজ বাজবে নবরাগ ।
আমি আনবো নতুন সৃস্টি সুখ,নতুন রূপে ,
তোমার সরলতায় হবে যে সাবলীল , ঠিক তোমারি মতো।।