শরতে আজ কোন অতিথি এলো ঘরের দ্বারে

অরুন আভায় রঙের খেলা লাগলো মনের কোণে।

পাহাড়ের কোলে দূর ঐ আকাশে দেখছো কুহেলিকা

চারদিকে যেন রঙের মেলায় বাড়ছে তার শোভা। 

তারই পথ ধরে এগিয়ে চলেছি সৃষ্টি সুখের উল্লাসে,

মৃদুমন্দ বাতাসে বিহঙ্গ উড়ছে প্রবল আনন্দ উচ্ছাসে। 

রং বাহারি ফুলেরা সব খেলছে  অনাবিলে,

মৌমাছিরা ব্যস্ত সব ফুলের মধু আহরণে।

পাখিরা করে কিচিরমিচির, হরিণের দল ছোটে মাঠে,

সেই দেখে প্রকৃতি আজ মেতেছে আনন্দেতে।

ম্যাপেল গাছের পাতায় লেগেছে আবির রং,

তারই  রঙের ছোঁয়ায় বাড়ছে প্রকৃতির ঢং। 

সুদূর প্রান্তে সবুজ ঘাসে উঁকি মারে ফুলের কুঁড়ি,

নীল আকাশে রামধনু ভরিয়েছে প্রকৃতির ঝুড়ি ।

বিধাতা যেন নিজ হস্তে চিত্র এঁকেছে প্রকৃতিতে, 

শরৎ উৎসবে মেতে উঠেছে জনমানব জগতে।

ভুবন অঙ্গনে শরতের সভায় আসছে দশভূজা,

রোদেলা রঙ্গীন মিষ্টি হাওয়ায় বাড়ছে শরতের শোভা।

বিধাতার এই অপার সৃষ্টির প্রাঙ্গনে বসে আজ,  

উদাসী মন আবেগী হয়ে কাব্য করছে তাই।

Print Friendly, PDF & Email
Previous articleThe Feather Light Princess
Next articleঈশ্বরের স্বপ্ন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments