এসেছে পৃথিবীতে এ কেমন রোগ?
গৃহবন্দি অবস্থা আজ সবার ।
মানুষ এখন খুঁজছে মুক্তি,
বুঝছে মর্যাদা স্বাধীনতার।

টলমলে আজ অর্থনীতি
মারণ এই রোগের পরিণতি।
কর্মহীন আজ শ্রমিকগণ,
অন্নহীনতায় দিনযাপন।

হয়তো এটাও বুঝবে তারা
বৃথা এই নিসর্গ ধ্বংস করা ।
ছুড়ে ফেলে সে প্রগতির দূষণ,
প্রকৃতি মাকে করবে আপন।

নির্মমতা রুখে, ভেদাভেদ ভুলে,
থাকবে সব প্রাণী এক সাথে মিলে ।
বন্ধ হবে অপচয় অযথা ,
ধ্বংস হবে অবহেলার মূর্খতা।

মানুষই নিজ ইচ্ছার বলে ,
বিশ্ব আবার গড়বে তুলে।
হাতে নিয়ে বিজ্ঞানের তরবারি,
জয় করব আমরা এই মহামারী ।।

Print Friendly, PDF & Email
Previous articleএক টুকরো মেঘ
Next articleকরোনা কে করবো জয়
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments