মন কেমন
পলাশ পুরকাইত
বিকেলবেলা নদীর তীরে
একলা বসে তোমার তরে,
মন কেমনের গল্প বসে
শুধায় আমি নদীর কাছে,
মন মাঝি তার নৌকা বেয়ে
চাইছে যেতে ওপার গাঁয়ে।
তুমি প্রিয়া সময় নিয়ে
এসো ওই নদীর বাঁয়ে,
রইব বসে অপেক্ষাতে
যেখানে চখা চখি মাতে,
মন বাউলের বাউল সুরে
হারাবো মোরা দূর-অদূরে।।