কালো অন্ধকারের অব্যাক্ত গভীর হতাশা

রাতের শেষে ভাবনার দেশে জমছে কুয়াশা

তারই মাঝে আকাশ সাজে হালকা আলোর বেশে

ভোর হল আজ আমার চীরঘুমের দেশে…

 

সুর্য সবে জানান দিল নিজের উপস্থিতি…

ঘুম ভাঙ্গা চোখে ওলটপালট স্বপ্নের জ‍্যামিতি

জাগছে শহর অ‍্যালার্ম ক্লক আর কাকের বেসুরো ডাকে

নিশ্চুপ শহর জানলা দিয়ে উঁকি মারে পর্দার ফাঁকে

 

চায়ের দোকানে উনুন জ্বলল …ধোয়া মিশে যায় বাতাসে

গরম চায়ে চুমুক আমার…বেহিসেবি ডানা ঝাপটানো আকাশে

প্রানবন্ত শৈশব ভির জমাতে থাকে মাঠের ধারে…

ট্রামের শব্দ শুনে কলকাতা আলমোরা ভাঙ্গে বারে বারে…

 

কাগজওলার সাইকেল বেল অজান্তে ভেঙ্গে যায় নিরবতা…

নির্জন রাস্তায় ছরিয়ে ছিটিয়ে থাকে টুকরো স্বাধিনতা…

ভোরের দেশে ছদ্মবেশে ঘুরেছি কতবার …

শিশিরে ভেজা বাগান ঘুরে দেখেছি ফুলের বাহার

 

ভোরের হাওয়া তারুন্যের মতো নিয়ম মানে না

ভোরের শহর শান্ত বড্ড…দৌরাদৌরি করতে জানে না

সুর্য উঠল ভিক্টোরিয়ার পরির পিছনে…

কমলা আকাশ রেঙেছে হঠাৎ সুর্যের আগুনে।

 

~ ভোর ~

Print Friendly, PDF & Email
Previous articleবেশ হতো
Next articleআগুন্তক
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments