দুই শতাব্দী আগে,
শিকাগো শহর ভোরের আলোয় ঘুম হতে সবে জাগে।
এমত সময় সাগর কিনারে উপনীত সন্ন্যাসী,
গৈরিকধারী নির্ভীক এক তরুণ ভারতবাসী।
পরের ঘটনা নয়কো রটনা,জানা আছে সবাকার–
বীর সন্ন্যাসী বিবেকানন্দ–ইতিহাস মালাকার।
এক লহমায় ভিনি ভিডি ভিসি,
চমকিয়া ওঠে চরাচরবাসী,
নিমেষেই জয়ী গৈরিকধারী চিরমুণ্ডিত কেশ,
বিশ্বকে জিনি বিবেকানন্দ না পরি যোদ্ধৃবেশ।
পরমপুরুষ শ্রীরামকৃষ্ণের সুযোগ্য প্রিয় শিষ্য,
পরহিতব্রতে উজাড় জীবন–নিজেরে করেন নি:স্ব।
জীবসেবা সেরা ঈশ্বরসেবা–ঘুচে যাক জাতিপ্রথা,
যেমনই মহান ছিল তাঁর প্রাণ,তেমনই মহতী কথা।
শিকাগো ধর্মসভায় কথিত তাঁর সে অমর বাণী,
বিষ্মৃত বুঝি দেশবাসীসবে করে শুধু হানাহানি।
স্বামীজিকে যদি সত্যই আজি দিতে হয় সম্মান,
তবে ভেদাভেদ ভুলে এস সবে গাই সাম্যের জয়গান।