মানুষ বড় বিপন্ন আজ , মা-আঁচল ও ব্রাত্য,
বলয় মাঝে লুকিয়ে থাকা, সেটাই এখন সত্য।
কান্না পেলে কাঁদতে পারো ,কেউ যাবে না সাথে,
ভরসা দেওয়া প্রশস্ত হাত রাখবে না কেউ মাথে।

বলছে না কেউ এই রবিতে, তোদের আসা চাই,
শৈশব ও আজ বলছে নাতো? চল খেলতে যাই।
ক্লাসরুমে ব্ল্যাক বোর্ডে তে চকের আঁকড় বিলীন,
বেঞ্চ গুলো তো ফাঁকাই পরে,সবই হলো মলিন।

মুঠোফোন আর ল্যাপটপে তে আছে আনাগোনা,
দূরত্ব হোক যোজন খানেক , সেখানে নেই মানা।
টেকনোলজি র সঙ্গী হোয় বাঁচতে পারো একা
সেই জগতেই ছুটে বেড়া ও , সেথায় হবে দেখা।

 

~ বিপন্নতা ~

Print Friendly, PDF & Email
Previous articleবায়ু – দূষণে আক্রান্ত জনজীবন
Next articleAleek
Gopa Roy
Doctorate in Pharmaceutical Technology, associated with teaching . Loves to write poems.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments