অয়ন্তিকা আর পারমিতার কম্পিটিশন এর কথা স্কুলে জানেনা এমন কেউ নেই।প্রতি ক্লাস ই ওরা পালা করে ফার্স্ট হয়।
কোর্টে ডিভোর্স এর কেস টা ফাইনালি জিতেই যান ডাঃ পারমিতা চ্যাটার্জী।আর জিতবেন নাই বা কেন,বিখ্যাত উকিল অয়ন্তিকা সেনগুপ্ত যে তার কেস টা হ্যান্ডেল করলেন যার কিনা হারার রেকর্ড ই নেই একটাও।হারার রেকর্ড তো তার ও নেই তাইতো অয়ন্তিকা আজ ক্যান্সার কে জয় করে কোর্টে আসতে পারছে।তবে কি পালা করে ওদের জেতা টা এখনো চলছে?কোর্টের বাইরে যখন দেখা হয় ওদের দুজনের অভিনন্দন এর বিনিময় এর পর ওরা দুজন ই বুঝতে পারে আসলে জয়ী ওরা দুজনেই নিজের নিজের পথে।শুধু মাঝখানের বছর গুলো ওদের শিখিয়ে দিয়েছে প্রেরণা একজন আর একজন এর হওয়া ই যায় তবে প্রতিযোগিতা টা একান্তই নিজস্ব।সেখানে অন্যের আনাগোনা একেবারেই ভিত্তিহীন।