কাল রাতে পাশ ফিরে হঠাৎ দেখি তুই…
সেই তোর দুষ্টু হাসি আর গিটার নিয়ে গান…
হাত বাড়িয়ে ইচ্ছে হলো আবার তোকে ছুঁই….
তোকে দেখিনি বছর কুড়ি হবে …
কলেজে সেই শেষ দ্যাখা,
ফেসবুক এ তোর ফটো দেখেছি তবে…
নভেলের পাতার মতন সাজানো সব ছবি…
আজ নিউ ইয়র্ক কাল ফ্রান্স…
বলেছিলাম না তুই অনেক বড় গায়ক হবি?
নতুন নতুন গল্প গুলো ভালোই তৈরী হলো…
আমার একটি ছেলে হয়েছে…
হয়েছে প্রচুর পাকা চুল…
দুপুর গুলো একাই কাটে, বর অফিসে …
ছেলের তখন স্কুল!
পেপার নিয়ে ক্রসওয়ার্ড এর শব্দে খুঁজি …
ক্ষাণিক্ষনের সুখ!
আজ সকালে পেপার খুলেই চোখে পড়লো …
স্বপ্নের মত অদ্ভুত, আবার তোরই মুখ…
ফ্রন্ট পেজ এক্কেবারে,আধুনিক গান নিয়ে চর্চা,
তোর মনের কথা জানতেও এখন নাকি প্রচুর খরচা!
“পুরোনো একটি গল্প ” তোর নতুন গানের নাম…
সময়ের ধ্বংস স্তূপ, কিনে শুনতে গ্যালেও দাম …
সবই কিনতু গল্প ছিল না রে ? অন্য কোনো বই,
মানুষগুলোও অন্য ছিল, সেই মানুষ আর কোই