এই অসম ভোগের দারিদ্রতায়
শহুরে দূষণ আর বিষন্নতায়,
প্রথম পাতার সূচীপত্রে-ই
গর্জে উঠুক সবার লেখা……।।।।
লোকের ঝাপা বন্ধ করে
নিজস্বতার কলম ধরে,
ধুঁকতে থাকা লেখার আওয়াজ
সুরের টানে তুলুক পাল……।।।।
বলতে থাকুক সবার ভাষা
মরুদ্যানে বাঁচার আশা,
ভিন্নদেশি তারার খোঁজে
নতুন সু-রের মূর্ছনা……।।।।
বিপ্লবটা আজ কিসের জন্য… !
Motives গুলো সবার বন্য,
সংগ্রামের ওই গান ধরাটা
তাই সবার চো-খে ভাঁওতা খায়……।।।।
শহীদ যখন মোর গানের পাতায়
ব্যর্থ প্রেমিক -ও প্রেম খুঁজে পায়
নাই বা দিলাম ফুলের মালা
Calling tone এ বিপ্লবী গান……।।।।
হাজার পাতার পদ্য দেখে
গানের কলি -ও remix শেখে,
গদ্য জানা যুবার দলে
বেকারত্ব আর বঞ্চনা ……।।।।