সেইদিন youtube এ নব্বই দশকের হিন্দি বিজ্ঞাপন গুলো দেখছিলাম, আর সেই ছোটবেলার সহজ সরল দিনগুলোর কথা মনে পরে গেল। মনে আছে টিভির বিজ্ঞাপনের সেই শিং ওয়ালা লোকটার কথা , তখন ভাবতাম সত্যি বোধহয় তার অস্তিত্ব আছে , কিংবা তেলের বিজ্ঞাপনের সেই ছোট্ট ছেলেটা ,যে কিনা জিলিপি খেতে ভালোবাসে ,তাকে বার বার দেখতে ইচ্ছা করতো ।
সেই সময় বিজ্ঞাপন গুলোতে বলিউড এর অভিনেতা অভিনেত্রী দের মুখ প্রায় ই দেখতে পেতাম । ঠান্ডা পানীয় নিয়ে নায়কের নানা কেরামতি অথবা cadbury হাতে নায়িকার দুষ্টু মিষ্টি হাসি সবটাই আমরা enjoy করতাম । তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল বিজ্ঞাপন গুলোর jingle ।
আজ অনেকগুলো বছর কেটে গেছে মানুষের হাতে কত অত্যাধুনিক প্রোডাক্ট এসে গেছে , বিজ্ঞাপন গুলোর আধুনিকতা অনেকটা পরিমান বেড়েছে , কিন্তু আমাদের মন থেকে 90’s এর বিজ্ঞাপনএর স্মৃতি মুছে যায়নি । তাই এখনো মাঝে মাঝে youtubএ ওগুলো দেখে নিই ।