নদীর পাড়ের সেই ছেলেটা-

আর ত তাকে দেখি না!

আমার রোজকার আসা যাওয়ার

দৃষ্টিপথে সে ছিল এক শোভা।

আর ত তাকে দেখি না।

শুনছি কারা যেন তাকে ধরে নিয়ে গেছে।

কোথায় নিয়ে গেছে, কী তার অপরাধ

মাঝিরা সেসব বলতে পারল না।

ও আমার অনেক দিনের চেনা

দূর থেকে।

আমার দৃষ্টি ওকে খুঁজে বেড়ায়

নদীর পার বরাবর এধার থেকে ওধার।

কোথায় সে আছে-

কোন দুষ্কর্মের শাস্তি সে এখন ভোগ করছে

জানতে চাইলেও জানার উপায় নেই!

আমাকেই হয়ত নিয়ে যাওয়া হবে আটক করে

চলে যেতে হবে কোন্ অন্ধকার অজ্ঞাতবাসে।

তার চেয়ে এই ভাল-

নীরবে সন্ধান করা আর অপেক্ষা।

Print Friendly, PDF & Email
Previous articleসংকট, সাহিত্য ও এক অপদার্থের ফেসবুক
Next articleশুভ জন্মদিন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments