তোমার জন্য আকাশ খুলে দিলাম
রাতের ডাকে পাঠিযে দিও চিঠি
জোনাক না হয ডাকহরকরা হবে
স্পষ্ঠ করে লিখ আমার দিঠি
আমি কিন্তু আছি অপেক্ষাতে
জোনাক কখন দরজা কডানাডে
তারপর ফের পদ্যচিঠি বুনে
পাঠিযে দেব রাতের আকাশের পারে
জানলাপাশে এই মেললাম চোখ
জোনাক কখন আকাশ বেযে নামে
স্বপ্ন কিছু সাথে দিও পুরে
চিঠির সাথে দোলন চাপার খামে
কেবল কিছু শব্দ কি আর থাকে?
কান্নামাতাল হাসি আবেগ সমস্তটা নিযে
তোমার তুমিই লুকিযে কথার বাঁকে