ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে
বড় হয়েছে আজ মেয়েটি,
ফ্রক ছেড়ে আজ সে পড়েছে জিন্স ও শাড়ি।
আজ সে শিখেছে পথ চলতে একা।
মা বাবা দাদার হাত ছেড়ে একা চলেছে সে।
যাত্রাপথে নেই তার কোন সঙ্গী,
প্রত্যাশাও করে না সে কোন সঙ্গীর।
এটাও শিখেছে সে তার প্রিয় দিদির কাছে।
কিন্তু চলতে গিয়ে কোন এক অজানা রহস্যে
একদিন থমকে দাঁড়ায় সে।
খুঁজতে থাকে সে এক সঙ্গী
যাকে নিয়ে করবে সে রহস্যের ভেদ।
অবশেষে সময়ের অগোচরে আসে সেই সঙ্গী,
কিন্তু রহস্য উন্মোচন ব্রাত্যই থেকে যায়।
হারিয়ে যায় সঙ্গী, আসে নতুন সঙ্গী।
কন্যা থেকে সে হয়ে ওঠে নারী।
একদিন সেই রহস্যও হারিয়ে যায়
নিয়তির এক অস্ফুট মণিকোঠায়।
শুধু পড়ে থাকে একরাশ যবনিকা পতনের পাণ্ডুলিপি;
নারীসত্ত্বার সুন্দর সৃষ্টির এক পরিচিত জলরাশি।